× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় আটক ১৩

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

০১ নভেম্বর ২০২৪, ১৯:০১ পিএম । আপডেটঃ ০১ নভেম্বর ২০২৪, ১৯:০৫ পিএম

ছবিঃ শাহিন আলম।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক ২১জনকে আটক করেছে পুলিশ। আজ (১ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে যৌথবাহিনী  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামীলীগের  সাধারন সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের  হামলার শিকার হন। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের একজন  উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার  একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে যাচাই-বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেয়া হয়েছে। দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.